শুক্রবার, বিকাল ৪:৩৩
২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

ফারাবিকে মুক্তি না দিলে ব্রাহ্মণবাড়িয়ায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

১১ বছর ধরে কারাবন্দি শফিউর রহমান ফারাবির নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে “জাস্টিস ফর ফারাবি টিম ব্রাহ্মণবাড়িয়া” নামক সংগঠনটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, “দেশে বহু চাঞ্চল্যকর মামলার আসামীরা জামিনে মুক্ত হলেও ফারাবি একজন নিরপরাধ হিসেবে প্রমাণিত হওয়া সত্ত্বেও দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বন্দি রয়েছেন। বর্তমানে তিনি গুরুতর শারীরিক দুর্বলতা ও নানা রোগে আক্রান্ত। তাঁর অবিলম্বে মুক্তি না দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল।”

বক্তারা আরও জানান, “ফারাবির মুক্তি এখন সময়ের দাবি। যদি আগামী শুনানিতে তাঁর জামিন মঞ্জুর না হয়, তাহলে আগামী বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা বেলাল হোসাইন এবং সঞ্চালনা করেন মাওলানা সৈয়দ কাসেম।

আরও বক্তব্য রাখেন- মাওলানা ইউসুফ ভূইয়া, মাওলানা নিয়ামুল ইসলাম, মাওলানা খালেদ মোশাররফ, মাওলানা সফিউল্লাহ সাদেকী, মাওলানা আব্দুল্লাহ কাফী, মুহাম্মদ আবু বকর, রেদোয়ান আহমেদ, রাশেদুল ইসলাম মুন্না, তাহসিন আরাফাত, শেখ আরিফ আজিজী, ইকরামুল মারজান, সাব্বির আহমেদ, জসিম মাহমুদ প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ ফারাবির মুক্তির দাবিতে দেশের বিবেকবান নাগরিক ও মানবাধিকারকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *