ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫ আগষ্টের পরে গোলামের জিঞ্জির থেকে মুক্তি পাওয়ার সুযোগ এসেছে। আজকে যদি চাঁদাবাজ থেকে, বিদেশি তাবেদার থেকে, দেশকে স্বর্ণের দেশ হিসাবে তৈরি করতে হয় তাহলে দেশপ্রেমিক ও ইসলাম প্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা বার বার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি। আর নতুন ভাবে পুরাতন বউ, নতুন শাড়িতে আর আমাদের সামনে প্রদর্শন করার প্রয়োজন নাই। কারণ যখন এ কাপড়ের মুখ উঠাবে দেখবে পুরান বউ, নতুন শাড়ি ৷
রেজাউল করিম বলেন, ইসলামকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে চান, আর দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনিদের থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের ইসলামকে ক্ষমতায় নিতে হবে এবং ওই চাঁদাবাজদেরকে বাংলার জমিনে কবর রচনা করতে হবে।
বক্তব্য শেষে সংগঠনটির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব.) মু. ইব্রাহিমকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আল মাহমুদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আ হ ম আলাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এসিসট্যান্ট সেক্রেটারি ইমরান হোসাইন নুর, ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলার সভাপতি ডা. নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহা. ইউনুস খাঁন সহ অনেকে।
কা/ত/মা