এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতায় আরও একবার ব্যাটিং বিপর্যয় উপহার দিলো পাকিস্তান। শেষ মুহূর্তে শাহিন আফ্রিদির ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় দলটি। ভারতকে ১২৮ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাইয়ে, টস জিতে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার সায়েম আইয়ুব। হারিস ৩ রান করে ফিরলে দলীয় ৬ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। এরপর ৩৯ রানের জুটি গড়ে ফেরেন ফখর জামান।
কুলদ্বীপ-অক্সারের স্পিন আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। দলীয় ১০০ রানের আগেই সাজঘরে ফেরেন দলটির ৮ ব্যাটার। সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার শিহাবজাদা ফারহান।
শেষ দিকে শাহিন আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ইনিংস পাকিস্তানের মোট ১২৭ রানে পৌঁছে দেয়। ৩ উইকেট নেন কুলদ্বীপ যাদব।
কা/ত/মা
 
								