Left parties avoid July Declaration ceremony বা ‘বামপন্থি দলগুলোর জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জন’— আজ ইংরেজি দৈনিক নিউ এজের প্রথম পাতার একটি খবর এটি।
এতে বলা হয়েছে, বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলো, যেমন— বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকার আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকে।
জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকীকে সামনে রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কয়েকটি রাজনৈতিক দলের উপস্থিতিতে ঘোষণাপত্র উপস্থাপন করেন ওইদিন।
তবে অনুষ্ঠানে না যাওয়া দলগুলোর নেতারা বলেন, তাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও ঘোষণাপত্র প্রণয়নের প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করা হয়নি বলে তারা অনুষ্ঠানে অংশ নেননি।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, যারা দীর্ঘদিন ধরে ‘ফ্যাসিবাদী’ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আনার বদলে বিভাজন সৃষ্টির নীতি অনুসরণ করছে অন্তর্বর্তী সরকার।