সোমবার, রাত ২:৫২
৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

নামাজ পড়ে এসে দেখলেন ভ্যান নেই, কাঁদছেন চালক

গাভি বিক্রি করে কিস্তিতে ব্যাটারিচালিত ভ্যান কিনেছিলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুণা গ্রামের হতদরিদ্র জাকির হোসেন। তার জীবিকার একমাত্র অবলম্বন এই ভ্যান। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গিয়ে কর্ণঝোড়া বাজার থেকে তার ভ্যানটি চুরি হয়ে গেছে। এরপর কান্নায় ভেঙে পড়েন জাকির হোসেন। একদিন পার হলেও তার কান্না থামছে না।

ভুক্তভোগী জাকির হোসেন শ্রীবরদী উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সিংগাবরুণা গ্রামের মৃত চান মিয়ার ছেলে। পাঁচ সদস্যের পরিবার রয়েছে তার। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। এক ছেলে ঢাকায় থাকেন, সেখানে বিয়ে করেছেন। মেয়ে ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর টাকার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়। ছোট ছেলে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে।

জাকির হোসেনের জমিজমা কিছু নেই। যে ১০ শতাংশের একটি ভিটা রয়েছে সেটার মালিক তিন ভাই ও দুই বোন। দিন এনে দিন খেতে হয়। ৭ মাস আগে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গড়ের বাজার আনোয়ারের দোকান থেকে ৯৬ হাজার টাকায় ভ্যানটি বানিয়ে নেন। গাভি বিক্রি করে ৪০ হাজার টাকা নগদ পরিশোধ করেন। বাকি টাকা কিস্তিতে দেন। এখনো ১০ হাজার টাকা বাকি রয়েছে। কিন্তু ভ্যানটি হারিয়ে তার সব শেষ হয়ে গেছে।

জাকির হোসেন বলেন, বুধবার বিকেলে সিংগাবরুণা মোড় থেকে দুইজন যাত্রী নিয়ে কর্ণঝোড়া বাজারে যাই। বাজারে পৌঁছানোর আগেই মাগরিবের আজান হয়। তাই যাত্রীদের নামিয়ে তাড়াহুড়া করে মসজিদে যাই নামাজ পড়তে। নামাজ শেষে এসে দেখি আমার ভ্যান নেই। অনেক খুঁজেও পাইনি। ভ্যান না থাকলে সংসার কীভাবে চালাবো, কিস্তির টাকা কীভাবে দেব। কিছুই বুঝতে পারছি না।

ঘটনার রাতে জাকিরের ভ্যান চুরির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কর্ণঝোড়া জামে মসজিদ কমিটির সদস্য জিয়া বলেন, নামাজ শেষে এসে দেখি জাকির কাঁদছে। তখন জানলাম তার ভ্যান চুরি হয়েছে। ভ্যানের পেছনে লেখা নম্বরে ফোন করে চক্রের লোকজন ২০ হাজার টাকা মুক্তিপণও চেয়েছিল, তারপর টাকা নিয়ে কোথায় যাব এ বিষয় জানতে চাইলে ইমু নম্বর চাওয়া হয়। পরে ইমুতে কল দিলে জাকির হোসেনের ফ্যানটি দেখায় চোর চক্র। এরপর থেকে আর তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীবরদী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, বিষয়টি জানার পর রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। অনুসন্ধান চলছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ ব্যাটারিচালিত ভ্যান হারানো জাকির হোসেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *