নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের উদ্যোগে “দাঈ সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী, তরুণ দাঈ ও আলেম-উলামার অংশগ্রহণে সম্মেলনটি দাওয়াতি চেতনায় মুখর হয়ে ওঠে।
সম্মেলনে বক্তারা ইসলামে ‘বুদ্ধিবৃত্তিক দাওয়াহ’-এর গুরুত্ব তুলে ধরে বলেন, দাওয়াতই ইসলামের প্রাণ। দাঈরাই সমাজ সংস্কারের অগ্রদূত এবং তরুণ প্রজন্মের নৈতিক, আত্মিক ও জ্ঞানগত বিকাশে তাদের ভূমিকা অপরিসীম।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা অভিভাবক, আল্লামা মুফতী সাখাওয়াত হোসাইন রাজী বলেন, “পূর্ণাঙ্গ দ্বীনের তা’লীম ব্যতীত ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইসলামী শরীয়াহ কায়েম করা সম্ভব নয়। তাই তা’লীম, তরবিয়ত ও দাওয়াহকে সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে।”
এছাড়া বক্তব্য রাখেন মাওলানা হাসান জামিল, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জুবায়ের আহমেদ, মাওলানা লুৎফুর রহমান ফরাইজি, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা ফজলুর রহমান, মাওলানা জাকারিয়া মাহমুদ, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা ওবায়দুল্লাহ মাদানি, মাওলানা জুনায়েদ কাসেমী ও মাওলানা আব্দুল্লাহ ফরহাদ, মাওলানা মাহমুদুল হাসান আরাবীসহ অনেকেই।
অনুষ্ঠানে তরুণ দাঈদের মাঝে দাওয়াতি কর্মপন্থা বাস্তবায়নের লক্ষ্যে দিকনির্দেশনামূলক পরিকল্পনা গ্রহণ করা হয়। সংগঠনটির আহ্বায়ক প্যানেল সদস্য ও সম্মেলনের দায়িত্বশীল ছাত্রনেতা রাকিবুল ইসলাম রিয়াজ জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো দাঈদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা, কর্মপন্থা সমন্বয় করা এবং সমাজে ইসলামী দাওয়াত পৌঁছে দেওয়ার কার্যকর কৌশল নির্ধারণ।
শেষে উপস্থিত শিক্ষার্থী ও দাঈরা ইসলামী সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কা/ত/মা