জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে নভেম্বরে গণভোট চেয়ে ইসির কাছে স্মারকলিপি প্রদান করেছে খেলাফত আন্দোলন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি জমা দেয় দলটি।
স্মারকে তারা জুলাই জাতীয় সনদকে টেকসই আইনিভিত্তি প্রদান ও নভেম্বরে গণভোট আয়োজন, সংশোধিত আরপিও কার্যকর, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েনসহ একাধিক দাবি উত্থাপন করে।
স্মারকলিপি প্রদান করেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সংলাপ শেষে সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, “জুলাই সনদকে আইনিভিত্তি না দিলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।”
খেলাফত আন্দোলন আশা প্রকাশ করেছে— নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর ভূমিকা রাখবে।
কা/ত/মা
 
								