শুক্রবার, দুপুর ১:৩৮
২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

গোপালগঞ্জে উপজেলা মহিলালীগের সভাপতি গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলালীগের সভাপতি রাফেজা বেগম (৬৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাফেজা বেগম আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গচাপাড়া গ্রামের মৃত আজিজ শেখের স্ত্রী।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাটে সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলায় রাফেজা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত এই মামলায় ৫৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামকস্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখসহ ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *