শনিবার, বিকাল ৪:০০
২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

ইসকন নিষিদ্ধের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে আজ ২৪ অক্টোবর, শুক্রবার বিকেলে সাধারণ মাদ্রাসা শিক্ষার্থীবৃন্দের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক জনসাধারণের ওপর সংঘটিত নিয়মভঙ্গ, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ তুলে এনে ইসকন নিষিদ্ধ করার দাবি জানায়।

এ মিছিলে সভাপতিত্ব করেন মুফতি ফখরুল ইসলাম, সঞ্চালনা করেন মাদ্রাসা শিক্ষার্থী মুহাম্মদ হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা আবু সুফিয়ান। বিক্ষোভ-মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী তানভীর আহমদ শিপন, নাঈম বিন সামছুল হক, বাইজিদ খান, আবদুল্লাহ হামিদি, রাকিবুল ইসলাম সবুজ, জাবের আহমদ, জুবায়ের বিন ফরিদ ও ইনামুল হাসান প্রমুখ।

বক্তারা একযোগে ইসকন নিষিদ্ধ করার দাবি করেন। তাঁরা বলেন, বর্তমান রাজনৈতিক পরিবেশে ইসকন ও নির্দিষ্ট রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দেশ ও ধর্মের স্বার্থে ক্ষতিকর— এবং অভিযোগ রয়েছে যে “লীগ আর ইসকন মুদ্রার এপিঠ-ওপিঠ”। তারা আরও জানিয়েছেন, যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয় তাহলে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ ও ইসলামের স্বার্থ রক্ষায় ইন্টারিম গঠিত প্রশাসনের সাথে কোন আপোষ থাকবে না।

সমাবেশ ও মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন এবং কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে মিছিলটি নির্দিষ্ট মহাসড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *