জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে আজ ২৪ অক্টোবর, শুক্রবার বিকেলে সাধারণ মাদ্রাসা শিক্ষার্থীবৃন্দের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক জনসাধারণের ওপর সংঘটিত নিয়মভঙ্গ, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ তুলে এনে ইসকন নিষিদ্ধ করার দাবি জানায়।
এ মিছিলে সভাপতিত্ব করেন মুফতি ফখরুল ইসলাম, সঞ্চালনা করেন মাদ্রাসা শিক্ষার্থী মুহাম্মদ হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা আবু সুফিয়ান। বিক্ষোভ-মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী তানভীর আহমদ শিপন, নাঈম বিন সামছুল হক, বাইজিদ খান, আবদুল্লাহ হামিদি, রাকিবুল ইসলাম সবুজ, জাবের আহমদ, জুবায়ের বিন ফরিদ ও ইনামুল হাসান প্রমুখ।
বক্তারা একযোগে ইসকন নিষিদ্ধ করার দাবি করেন। তাঁরা বলেন, বর্তমান রাজনৈতিক পরিবেশে ইসকন ও নির্দিষ্ট রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দেশ ও ধর্মের স্বার্থে ক্ষতিকর— এবং অভিযোগ রয়েছে যে “লীগ আর ইসকন মুদ্রার এপিঠ-ওপিঠ”। তারা আরও জানিয়েছেন, যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয় তাহলে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ ও ইসলামের স্বার্থ রক্ষায় ইন্টারিম গঠিত প্রশাসনের সাথে কোন আপোষ থাকবে না।
সমাবেশ ও মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন এবং কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে মিছিলটি নির্দিষ্ট মহাসড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
কা/ত/মা