স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় আজ শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় দাঈ সম্মেলন। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করেছে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের লক্ষ্য—ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী কুরআন-হাদীস অনুসারে চলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন।” এই লক্ষ্য সামনে রেখে দাঈদের সমন্বয়ে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের অভিভাবক মুফতী সাখাওয়াত হোসাইন রাজী। এছাড়া দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, লেখক, গবেষক ও গুণিজনরা আলোচনায় অংশ নেবেন।
সংগঠনটির আহ্বায়ক প্যানেল সদস্য ও সম্মেলনের দায়িত্বশীল রাকিবুল ইসলাম বাংলাধ্বনিকে জানিয়েছেন, আমন্ত্রিত আলোচকেরা হলেন- বিদগ্ধ লেখক ও গবেষক মুহাম্মদ যাইনুল আবিদীন, নন্দিত ওয়ায়েজ মাওলানা হাসান জামিল, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, অনলাইন এক্টিভিস্ট রুহুল আমিন সাদী, তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মাওলানা গাজী ইয়াকুব প্রমুখ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের অভিভাবক পরিষদ সদস্য মাহমুদুল হাসান আরাবী।
রাকিব জানান, এই দাঈ সম্মেলনের মাধ্যমে যুব সমাজকে কুরআন-সুন্নাহ ভিত্তিক জীবন গঠনে উদ্বুদ্ধ করা, ইসলামী আদর্শ প্রচার-প্রসার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথনির্দেশনা প্রদানই মূল উদ্দেশ্য।
কা/ত/মা