শুক্রবার, দুপুর ১:৩৭
২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র

অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুমের ড্র। গতবার থেকে চালু হওয়া লিগ ফরম্যাটে অংশ নেবে যথারীতি ৩৬টি দল। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি পেয়েছে কঠিন সব প্রতিপক্ষ। এবারও তারা লড়বে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে। এদিকে এশিয়া অঞ্চলের টিভি দর্শকদের কথা মাথায় রেখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের সময় ৩ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

আগামী ১৬ সেপ্টেম্বর পর্দা উঠছে এবারের মৌসুমের। বৃহস্পতিবার (২৮ আগস্ট) মোনাকোয় অনুষ্ঠিত হয়েছে নতুন আঙ্গিকের ৩৬ দলের ড্র। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক রেশমিন চৌধুরী ও পর্তুগিজ সাংবাদিক পেদ্রো পিন্টো।

ড্র অনুষ্ঠানে পট উত্তোলনে সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ এবং সুপারকম্পিউটারে গ্রুপিং পরিচালনা করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। গত আসর থেকে চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হচ্ছে নতুন ফরম্যাটে। যেখানে নেই কোনো গ্রুপ পর্ব।

প্রাথমিক র‍্যাংকিং অনুযায়ী চারটি পটের প্রতিটিতে রাখা হয় ৯টি করে দল। ড্রয়ে প্রতিটি পট থেকে নির্বাচন করা হয় একটি দলের দুটি করে প্রতিপক্ষ। রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা পাবে রাউন্ড অব সিক্সটিনে। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর টিকিট।

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই চলছে গত কয়েক বছর ধরে। এবারও নেই তার ব্যতিক্রম। ঘরের .মাঠে ম্যানসিটিকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে রিয়াল। এছাড়া সান্তিয়াগো বার্না ব্যু’তে য়্যুভেন্টাস, মার্সেই ও মোনাকো’কে আতিথ্য জানাবে দলটি। আর বাকি চারটি ম্যাচ খেলবে লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস ও কাইরাত আলমাহতির মাঠে।

বার্সেলোনা ঘরের মাঠে খেলবে পিএসজি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস ও কোপেনহেগেনের বিপক্ষে। হান্সি ফ্লিকের দলের বাকি চার ম্যাচ চেলসি, ক্লাব ব্রুগা, স্লাভিয়া প্রাগ ও নিউক্যাসল ইউনাইটেডের মাঠে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি পেয়েছে কঠিন সব প্রতিপক্ষ। বায়ার লেভারকুজেন- বায়ার্ন মিউনিখ-বার্সেলোনা’সহ তাদের প্রতিদ্বন্দ্বীতা করতে হবে টটেনহ্যামের মতো ক্লাবগুলোর সাথে। যদিও নতুন মৌসুমে মাঠে নামার জন্য পিএসজি উন্মুখ হয়ে আছে বলে জানান দলটির সভাপতি।

পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বলেন, আমি খুবই রোমাঞ্চিত। ড্রয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগিতা শুরু হয়ে গেল, যা সত্যি অসাধারণ। নতুন আঙ্গিকের ফরম্যাটে বিশ্বের সেরা ক্লাবগুলো প্রতিদ্বন্দ্বীতা করবে এখানে। নতুন মৌসুমে মাঠে নামার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।

এই সিজনের পর্দা নামবে ২০২৬ সালে ২৮ জানুয়ারি। এশিয়া অঞ্চলের টিভি দর্শকদের কথা মাথায় রেখে এবারের ফাইনালের সময় ৩ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। আগামী বছরের ৩০ মে হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী সেই মেগা ফাইনাল।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *