সোমবার, রাত ৪:১৫
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি,

রোহিতের পরিবর্তে ভারতের ওয়ানডে অধিনায়ক গিল

ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে ২৬ বছর বয়সী এই ব্যাটারকে। অধিনায়ক হিসেবে এটা হবে গিলের প্রথম ওয়ানডে সিরিজ।

শনিবার (৪ অক্টোবর) স্থানীয় সময় সকালে প্রধান নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি ভার্চুয়ালি বৈঠকে বসে কোচ গৌতম গম্ভীর ও বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে। বৈঠকে নির্বাচকরা রোহিতের সঙ্গে আলোচনায় জানান, আগামী ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বর থেকে ভারতের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ভারত খেলেছে ৫৬টি ওয়ানডে—যার মধ্যে জয় এসেছে ৪২টিতে, আর হার মাত্র ১২ ম্যাচে।

এখন পর্যন্ত গিল ৫৫টি ওয়ানডে খেলেছেন, যেখানে তার সংগ্রহ ২৭৭৫ রান। এই সংস্করণে তিনি করেছেন আটটি সেঞ্চুরি।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *