সোমবার, রাত ৯:০০
১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

রাজধানীতে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির সেবা ও দাওয়াহ সম্মেলন

রাজধানীর মিরপুরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সেবা ও দাওয়াহ সম্মেলন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত মিরপুর পুলিশ কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে শীর্ষ আলেম-ওলামা, শিক্ষাবিদ, সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।

সংগঠনের সহ সভাপতি মুহসিন বিন মুঈন, নির্বাহী সদস্য তানবীরুল হাসান ও কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মুফতি মাহফুজুল হক। প্রধান অতিথি ছিলেন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

 

সেবা ও দাওয়াহ সম্মেলন ২০২৫—এর প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, “হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি দাওয়াহর পাশাপাশি মানবসেবার ক্ষেত্রেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে দাঁড়ানো তাদের কার্যক্রম ইসলামের প্রকৃত চেতনা বাস্তবায়নেরই অংশ।”

বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নৈতিকতার প্রচারই ইসলামের মূল দাওয়াহ। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির কার্যক্রম দেশ ও দেশের বাইরে মানবসেবার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রাখছে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন মুফতি হারুন ইজহার, বিশিষ্ট সাংবাদিক সাইফুর রহমান সাগর, শায়খ জসিম উদ্দীন রাহমানি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি, মুফতি রেজওয়ান রফিকী, ড. মোহসিন রশিদ, মুফতি রেজাউল করিম আবরার, অ্যাডভোকেট নাজমুস সাদাত, নওমুসলিম মহাপরিচালক মুহাম্মাদ রাজ, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, অধ্যাপক আমিরুল ইসলাম, অধ্যাপক আবুল কাইউম এবং আফগানিস্তানের রাষ্ট্রদূত।

সমাপনী বক্তব্যে সভাপতি মুফতি মাহফুজুল হক বলেন, “মানবতার সেবায় হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির কার্যক্রম আরও বেগবান করতে সকলকে এগিয়ে আসতে হবে। দাওয়াহর প্রকৃত লক্ষ্য অর্জনে সামাজিক দায়বদ্ধতা, ঐক্য ও ন্যায়বিচারের কোনো বিকল্প নেই।”

সংগঠনটির অতীত কার্যক্রমের পর্যালোচনা, বর্তমান উদ্যোগের মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্মেলনে উপস্থাপন করা হয়।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *