শনিবার, সন্ধ্যা ৭:২৪
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ডি পল-ডি মারিয়ার আবেগঘন প্রতিক্রিয়া

আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে লিওনেল মেসি খেললেন তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। ফুটবল জাদুকরের জোড়া গোলে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসির বিদায়ী মুহূর্ত বর্ণিল করে তোলার সাক্ষী হলো আর্জেন্টিনা, সাক্ষী হলো গোটা ফুটবলপ্রেমি!

বিদায়ের মুহূর্তে অশ্রুসিক্ত হয়েছে ভক্ত, আবেগ ছড়িয়ে পড়েছে সতীর্থদের মাঝেও। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়— দেশের মাটিতে এলএমটেনের শেষ ম্যাচ ঘিরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মেসির দুই সতীর্থ আনহেল ডি মারিয়া ও রদ্রিগো ডি পল।

ভিডিওর নিচে একটি কান্নার ইমোজি দিয়ে নিজের আবেগ প্রকাশ করেন বর্তমানে আর্জেন্টাইন ফুটবল লিগে খেলা ডি মারিয়া। অন্যদিকে, ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেন ‘বডিগার্ড’ ডি পল।

ডি মারিয়া যদিও জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, তবে লিওর সাথে দেশের মাটিতে শেষবারের মতো মাঠে নেমেছেন ডি পল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রীতি ম্যাচ আয়োজন না করলে মনুমেন্তাল স্টেডিয়ামেই শেষবারের মতো আলবিসেলেস্তের জার্সি চাপালেন মেসি।

মেসির পরিবার ছিল আজ মাঠে, গ্যালারিতে। আগেই ফুটবল মহাতারকা জানিয়েছিলেন, ‘এটা আমার জন্য খুব বিশেষ ম্যাচ হতে যাচ্ছে।’

মেসির সোনালি অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডি পল ও ডি মারিয়া। তাদের সঙ্গে খেলেই জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা (২০২১, ২০২৪) ও ফাইনালিসিমা।

বিশ্বকাপ বাছাইয়ে ৪৯ ম্যাচে মেসি করেছেন ৩৫ গোল, করিয়েছেন ১৯টি। জাতীয় দলের হয়ে করেছেন ১১৪তম গোল, যার মধ্যে ১০০টিই এসেছে বাম পায়ের স্পর্শে।

আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনার বাছাই মিশন। তবে মেসির এই বিদায়ী রাত দীর্ঘদিন থেকে যাবে আর্দ্র স্মৃতি হয়ে অগুন্তি ভক্তের হৃদয়ে। বলাই বাহুল্য, অমলিন স্মৃতি জ্বলজ্বল করবে সতীর্থদের মনেও..

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *