বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেছেন, ভূমিকম্প মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সতর্কবার্তা, যা মানুষের বিভিন্ন পাপের কারণে দুনিয়াতে হয়ে থাকে।
তিনি বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) এক হাদিসে উল্লেখ করেছেন— যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জন বাড়বে, কারো প্রতি বিশ্বাস রেখে রাখা সম্পদ আত্মসাৎ করা হবে, জাকাতকে জরিমানা মনে করা হবে, ধর্মীয় শিক্ষা উপেক্ষা করে বিদ্যা অর্জন করা হবে, পুরুষ স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে, গান-বাজনা ব্যাপক আকার ধারণ করবে— তখন ভূমিকম্প ও পাথরবৃষ্টি হওয়ার কথা হাদিসে বলা হয়েছে।
তিনি আরও বলেন, মানুষের উচিত মহান আল্লাহর কাছে দ্রুত তওবা করা, নিরাপত্তার জন্য দোয়া করা এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, হায়াত-মউতের মালিক। সমগ্র পৃথিবী তাঁর নিয়ন্ত্রণে এবং তাঁর নির্দেশেই কেয়ামত সংঘটিত হবে। তাই ভূমিকম্প থেকে শিক্ষা নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। জীবনের মূল্যবান সময় কাজে লাগিয়ে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকতে হবে।
গতকাল মেঘনা উপজেলার সাতানী বাজার মাঠে এক ইসলামী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আরিফুল ইসলাম ও মাওলানা আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা ফেরদাউস রহমান, মাওলানা কামরুল ইসলাম আরেফী, মাওলানা রহমতুল্লাহ আশেকী, মাষ্টার নাজিমুদ্দিন ও মাওলানা হাসিবুল হাসন প্রমুখ।
মাহফিল শেষে প্রবাসী ও দেশের মানুষের কল্যাণ এবং কবরবাসীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কা/ত/মা