রবিবার, সকাল ৯:৪৬
১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

ব্রাহ্মণবাড়িয়ায় আলেম সমাজে আঘাত: ইসলামি ছাত্র ফোরামের তীব্র নিন্দা, আন্দোলনের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়া জেলা: দেশবরেণ্য আলেম, হাদীস বিশারদ ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমানকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য ও শ্লোগানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি ছাত্র ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক কমিটি।

সংগঠনের নেতৃবৃন্দ আজ (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, আল্লামা সাজিদুর রহমান একজন দেশের শীর্ষস্থানীয় মুরব্বি আলেম এবং আলেম সমাজের অভিভাবক। তিনি হাজার হাজার আলেমের উস্তাদ। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় সৈরাচারের দোসর, ২০১৪ সালের একতরফা নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ভণ্ড নাঈম উদ্দিন ও তার অনুসারীরা অযাচিত মন্তব্য করে আলেম সমাজকে আঘাত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভণ্ড নাঈম উদ্দিনকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *