শনিবার, সন্ধ্যা ৭:২৭
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

বিএনপি-জাপা ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৫০ নেতা-কর্মী

পিরোজপুরের না‌জিরপুরে বিএনপি ও জাতীয় পা‌র্টির (জাপা) ৫০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলার যুগ্ম আহবায়ক মোঃ ইস্রা‌ফিল হাওলাদার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে না‌জিরপুর দা‌খিল মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপ‌তিত্বে ও মাওলানা আবু দাউদ এর সঞ্চালনায় আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। পরে জামায়াত মনোনীত পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর হাতে ফুল দিয়ে তারা শুভেচ্ছা জানায়। এ সময় তাদের সঙ্গে আরও ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামী‌ যোগদান করেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জামায়াতে যোগদানকারী স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা ইস্রা‌ফিল হাওলাদার বলেন, আমি চাই দেশে ইসলাম কায়েম হোক, জাতীয়তাবাদী দল বিএন‌পির আদর্শ ইসলা‌মিক আদর্শে আদ‌র্শিত নয় বিধায় উক্ত দল‌ থেকে বের হয়ে আমি জামায়াতে ইসলামে যোগদান করলাম।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম জানান, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক এলাকায় চাঁদাবাজি-মাদক ব্যবসায়ীসহ একাধিক অপকর্মের অভিযোগে নাজিরপুর উপজেলা বিএনপি সুপারিশে তাকে চলতি বছর ৯ মে কেন্দ্রের নির্দেশে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *