‘আগের দিন আর নাই, জনাব…’
সারজিস আলম | ফাইল ছবি
বাংলাধ্বনি নিউজ ডেস্ক :
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সামলানোর পরমর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে এই পরামর্শ দেন তিনি।
স্ট্যাটাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস লিখেছেন, ‘সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান।’
তিনি আরও লিখেছেন, ‘যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়।’
সারজিস আলম লিখেছেন, ‘মিটফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে, পাথর মেরে, হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদলের কর্মীদের বুনো উল্লাস। এই দৃশ্য আইয়ামে জাহেলিয়া যুগের বর্বরতার কথা স্মরণ করায়। এজন্য বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই। আগের দিন আর নাই, জনাব। এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দিবে না।’
কা/ত/মা
৫ Responses
Start sharing our link and start earning today! https://shorturl.fm/BN3p4
Start earning instantly—become our affiliate and earn on every sale! https://shorturl.fm/FBwiJ
Monetize your audience—become an affiliate partner now! https://shorturl.fm/ahg3i
Earn recurring commissions with each referral—enroll today! https://shorturl.fm/2GJoP
Get started instantly—earn on every referral you make! https://shorturl.fm/Hm1Ha