মঙ্গলবার, সন্ধ্যা ৭:২৯
১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

দুই দফায় রাজনৈতিক নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

রোববার (২৫ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কারসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না এবং অন্যান্য রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন।

রোববার (২৫ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কারসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এবি পার্টির প্রধান মুজিবুর রহমান মঞ্জু, রাজনৈতিক নেতা মুজাহিদুল ইসলাম সেলিম এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বৈঠকে উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দফার বৈঠকে সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমােনাই, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আবদুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার এবং মুফতি মাওলানা শাখাওয়াত হোসেন রাজী উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা পৃথকভাবে ইউনুসের সাথে বৈঠক করেন।

অধ্যাপক ইউনুস শনিবার তার অবস্থান পুনরায় নিশ্চিত করেন যে, বর্তমান সরকার আগামী বছরের জুনের পর আর ক্ষমতায় থাকবে না।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘নিজের কথায় অটল বলে স্পষ্ট করে জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচন আয়োজনে তিনি নির্ধারিত সময়সীমার বাইরে যাবেন না এবং তিনি তার কথা রাখবেন। তিনি বিএনপির সাথেও এই বার্তা দিয়েছেন।’

শফিকুল আলম একটি নির্দিষ্ট সময়সীমা হিসেবে উল্লেখ বলেন, ‘৩০ জুন একটি নির্দিষ্ট তারিখ, এবং প্রধান উপদেষ্টা এর বাইরে যাবেন না।’

তিনি আরো বলেন, ‘রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। শনিবারের তিনটি বৈঠকই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।’

সূত্র : ইউএনবি

Facebook

১৪ Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *