শুক্রবার, রাত ২:৫৮
১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মাওলানা মামুনুল হকসহ শীর্ষ আলেমরা

ইমারাত-এ-ইসলামিয়ার (তালেবান সরকার) আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ সাতজন প্রখ্যাত আলেম।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রতিনিধিদলটি রাজধানী কাবুলে পৌঁছায়। দলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়, সফরে দুই দেশের আলেমদের সম্পর্কোন্নয়ন, কূটনৈতিক বন্ধন দৃঢ়করণ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে পারস্পরিক সহযোগিতা—এসব বিষয় অগ্রাধিকারে আলোচনা হবে। এছাড়াও সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করবেন তাঁরা।

প্রতিনিধিদল আফগানিস্তানের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বিশেষভাবে পশ্চিমা বিশ্বে নারী অধিকার ও মানবাধিকারের নামে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার বাস্তব চিত্রও তারা সরাসরি পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।

এর আগে, ১৪ সেপ্টেম্বর মামুনুল হক ও তাঁর সফরসঙ্গীরা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। ওমরাহ শেষে বুধবার সকালে তাঁরা সংযুক্ত আরব আমিরাত হয়ে কাবুলে পৌঁছান। খেলাফত মজলিসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়—এই সফরে আফগানিস্তানের পাশাপাশি মধ্য এশিয়ার কয়েকটি দেশ সফরের পরিকল্পনাও রয়েছে।

ইসলামী দুনিয়ার ঐক্য, উম্মাহর সমস্যার সমাধান এবং দাওয়াতি সম্পর্ক জোরদারের এই সফরকে আলেম সমাজ অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *