বৃহস্পতিবার, বিকাল ৪:০৩
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৭ হিজরি,

ঢাকা–১৩ তে রিকশা প্রতীকে মামুনুল হকের ‘জাগরণী পদযাত্রা’ দ্বিতীয় দিনে

ঢাকা–১৩ আসনের রিকশা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা মামুনুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে এটি বসিলা, মেট্রো হাউজিং, ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি, বসিলা সিটি ডেভেলপার্স, বসিলা গার্ডেন সিটি, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যান ও সাত মসজিদ হাউজিং এলাকা প্রদক্ষিণ করে।

পথসভায় বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, শহীদদের প্রতি যদি ন্যূনতম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকে, তাহলে মন থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে। উপরে উপরে ‘হ্যাঁ’ ভোটের কথা বলে ভেতরে ভেতরে ‘না’ ভোটের প্রচার—এ ধরনের মুনাফেকির রাজনীতি আর চলবে না। দখল ও চাঁদাবাজির রাজনীতি বন্ধ করতে হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলগুলোকে নিজেদের মধ্যে সংস্কার আনতে হবে। যারা মানুষকে ভয় দেখিয়ে ও জিম্মি করে রাজনীতি করে—এমন চাঁদাবাজ ও মাস্তানদের বাদ দিয়ে শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসতে হবে। তরুণ প্রজন্ম স্পষ্ট বার্তা দিয়েছে—এই দেশে আর গুন্ডামির রাজনীতি চলবে না।

পদযাত্রা ও পথসভাগুলোতে এগারো দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *