বাংলাধ্বনি নিউজ ডেস্ক :
আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আমার দেশ পাঠকমেলার জামিয়া দারুল উলূম শাখার আয়োজনে পবিত্র আশুরা উপলক্ষে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে ইফতার মাহফিলে এ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দারুল উলূম শাখার আহ্বায়ক ত্বহা মাহমুদ।
এর আগে মোনাজাত পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মরহুমা ছিলেন একজন আদর্শ গৃহিণী, ধার্মিক, পরহেযগার ও সন্তানকে ইসলামী আদর্শে গড়ে তোলার আলোকবর্তিকা। তাঁরই সুশিক্ষা ও দোয়ার বদৌলতে মাহমুদুর রহমান জাতির একজন সাহসী সন্তান হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করে বলেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন, কবরকে শান্তিময় করে তোলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।
সভাপতির বক্তব্যে সাধারণ সম্পাদক সাকিব নিজামি বলেন, এই মহান মাতা নিশ্চয়ই একজন দ্বীনদার, নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ ও সন্তানের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁর গর্ভে জন্ম নিয়ে মাহমুদুর রহমান যেভাবে জাতি ও ইসলামি মূল্যবোধের পক্ষে অগ্রণী ভূমিকা রেখেছেন, তা তাঁর মায়ের জীবনের এক বড় সফলতা।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ ও শিহাবুদ্দিনের যৌথ সঞ্চালনায় কুরআনে পাক তেলওয়াত করেন অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মাওলানা সাদ্দাম হুসাইন প্রমুখ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আহ্বায়ক ত্বহা মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শিহাবুদ্দিন, সদস্য সচিব সাকিব নিজামী, যুগ্ম সদস্য সচিব ইসমাইল রিফাত, প্রধান সমন্বয়কারী সুলায়মান বাদশা, সহকারী সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ আলী, সমাজসেবা বিষয়ক সম্পাদক নুর আলম, সহ-দফতর সম্পাদক আমিনুল ইসলাম তামিম, উপদেষ্টা পরিষদ সদস্য সাদ্দাম হুসাইন প্রমুখ।
কা/ত/মা
১৩ Responses
Join our affiliate community and earn more—register now! https://shorturl.fm/zx8Fm
Apply now and receive dedicated support for affiliates! https://shorturl.fm/XxXWQ
Earn passive income on autopilot—become our affiliate! https://shorturl.fm/UGHfC
Promote, refer, earn—join our affiliate program now! https://shorturl.fm/souNM
Monetize your audience with our high-converting offers—apply today! https://shorturl.fm/Ga0o8
Monetize your audience with our high-converting offers—apply today! https://shorturl.fm/d02aR
Join our affiliate program and start earning commissions today—sign up now! https://shorturl.fm/82ulK
Share your unique link and cash in—join now! https://shorturl.fm/8xO22
Turn your network into income—apply to our affiliate program! https://shorturl.fm/1fhB1
Start earning instantly—become our affiliate and earn on every sale! https://shorturl.fm/FBwiJ
Monetize your audience—become an affiliate partner now! https://shorturl.fm/8IsdW
Boost your income—enroll in our affiliate program today! https://shorturl.fm/tmOlj
Get rewarded for every recommendation—join our affiliate network! https://shorturl.fm/UDnqY