বাংলাধ্বনি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে আজ (১৩ নভেম্বর) বৃহস্পতিবার।
রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
কা/ত/মা