রাজধানীর টিটিপাড়ায় নির্মিত আধুনিক ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস আজ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। উদ্বোধনের পর থেকেই এতে সাধারণ যানবাহনের চলাচল শুরু হয়, ফলে রেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার যন্ত্রণার অবসান ঘটল স্থানীয়দের জন্য।
শনিবার (৮ নভেম্বর) সকালে আন্ডারপাসটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ সহকারী শেখ মইন উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
নতুন এই আন্ডারপাসে মোট ছয়টি লেন রয়েছে। যার মধ্যে চারটি লেন দিয়ে চলবে যান্ত্রিক যানবাহন, আর বাকি দুটি লেন রিকশা, সাইকেল ও পথচারীদের জন্য নির্ধারিত। পাঁচ মিটার উচ্চতার যানবাহনও সহজেই নিচ দিয়ে চলাচল করতে পারবে। এখন থেকে রেল চলবে উপর দিয়ে, আর নিচ দিয়ে নির্বিঘ্নে চলাচল করবে অন্যান্য যানবাহন।
স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, রেল ক্রসিংয়ে ট্রেন এলেই যানবাহন থেমে থাকত ঘণ্টার পর ঘণ্টা, মাত্র আধা কিলোমিটার পথ পাড়ি দিতে কখনও সময় লাগত এক ঘণ্টা পর্যন্ত। বাধ্য হয়ে অনেকে খিলগাঁও বা গোলাপবাগ ঘুরে যাতায়াত করতেন।
এই আন্ডারপাস চালুর ফলে মতিঝিল, মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সড়কসংযোগে এখন আর ট্রেনের সিগনালে আটকে থাকতে হবে না। স্থানীয়রা বলছেন, এটি খুলে দেওয়ার মধ্য দিয়ে এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।
কা/ত/মা