মঙ্গলবার, দুপুর ১২:৪৬
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

‘কয়েক শ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের মোকাবেলায় ‘কয়েক শ কোটি বাঁশের লাঠি’ নিয়ে তৈরি থাকার আহ্বান জানিয়েছেন। রবিবার (০৯ নভেম্বর) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই বিতর্কিত আহ্বান জানান।

শরিফ ওসমান হাদী তার পোস্টে লেখেন, ‘১৩ তারিখ আমরা ফজর পড়ব শাহবাগে। এক হাতে থাকবে লিফলেট, অন্য হাতে বাঁশের লাঠি। সারা দিন রাজপথে ভোটারযোগ করব আর খুনি লীগের গুণ্ডাগুলারে খুঁজব।’

তিনি আরও বলেন, ‘দিল্লির জঙ্গিগুলোকে কোথাও এক মিনিটের জন্য পাওয়ামাত্রই ওদের পাওনা বুঝিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমাদের সঙ্গে থাকবেন শহীদ পরিবার ও আহত ভাই-বোনেরা।’

হাদী অভিযোগ করে বলেন, ‘দেশ ধ্বংসের জন্য কয়েক শ কোটি টাকা বাজেট করেছে ফেরাউসিনা। আপনারাও কয়েক শ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন। আজাদির এই জমিনকে আমরা আর জাহান্নাম হইতে দেব না। ইনশাআল্লাহ।’

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *