সোমবার, দুপুর ১:৩০
২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

এই ঐক্যজোট ওই ঐক্যজোট নয়

|| মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ||

কেউ কেউ প্রশ্ন করছেন—ফ্যাসিবাদের দোসর হওয়া কিংবা তাদের সঙ্গ দেওয়ার কারণে যদি কোনো সংগঠন নিষিদ্ধ হয়, তবে আপনাদের ঐক্যজোটও তো নিষিদ্ধ হওয়া উচিত। কারণ, আপনাদের ঐক্যজোট গত ১০ বছর ফ্যাসিবাদের সঙ্গে চলেছে, তাদের সহযোগিতা নিয়েছে, এমনকি এর কিছু নেতা নৌকা প্রতীকে নির্বাচন করবে বলেও এলাকায় ঘোষণা দিয়েছে।

আমরা স্পষ্ট করে বলতে চাই—এই ঐক্যজোট ওই ঐক্যজোট নয়।

আজকের এই ঐক্যজোট হলো হজরত মুফতী আমিনী রহ. এবং আমাদের আকাবির আসলাফের প্রকৃত ঐক্যজোট। ২০১৫ সাল থেকে যে বিকৃত চেহারার ঐক্যজোট মানুষ দেখেছে, সেটি ছিল কেবল কিছু স্বার্থলোভী মানুষের তৈরি। তারা ব্যক্তিগত স্বার্থে ফ্যাসিবাদের কাছে নিজেদের বিকিয়ে দিয়ে পথভ্রষ্ট হয়েছিল। এ সত্য জাতির কাছে এখন দিবালোকের মতোই স্পষ্ট।

কিন্তু আমরা সেই ভ্রষ্ট ধারাকে প্রত্যাখ্যান করেছি। আমরা স্বচ্ছ নেতৃত্ব ও আকাবির আসলাফের মূল আদর্শকে সামনে রেখে প্রকৃত ঐক্যজোট পুনর্গঠনের তৎপরতা চালাচ্ছি এবং আলহামদুলিল্লাহ সফলতার পথ ধরে এগিয়ে যাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—যেকোনো প্রতিকূল অবস্থায়ও আমরা নীতি ও আদর্শ অটুট রেখে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

হ্যাঁ, আজ এই ব্যানারের প্রতি মানুষের আগের মতো আস্থা নেই—এ অভিযোগ আমরা শুনি। কেউ কেউ বলেন, নতুন কোনো ব্যানার নিয়ে কাজ করলে হয়তো ভালো হতো। অবশ্যই পারতাম। কিন্তু যে ব্যানারে এককালে বীরগণ আপসহীন লড়াই করেছেন, আর আমরাও দীর্ঘদিন যে ব্যানারে মেহনত করেছি—সে ব্যানার ছেড়ে দেওয়া আমাদের পক্ষে সহজ নয়। তাছাড়া অনেক ওলামায়ে কেরামও চেয়েছেন, বড়দের স্মৃতিবিজড়িত এই ব্যানার আবার তার হারানো গৌরব ফিরে পাক। তাই আমরা সেই ব্যানারেই কাজ করছি।

আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার তাওফিক দান করুন, আমিন!

লেখক: মহাসচিব, ইসলামী ঐক্যজোট

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *