শুক্রবার, সকাল ৯:৫০
৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এতে সেমিফাইনালে দলটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। এর আগে, নেপাল ও শ্রীলংকাকে উড়িয়ে সেমিফাইনালে উঠে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়া ভারত-পাকিস্তানের ম্যাচের পর ঠিক হয়েছে সাফ অনূর্ধ্ব-১৭ এর সেমিফাইনালের লাইনআপ। বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ভারতের প্রতিপক্ষ নেপাল।

শ্রীলংকার কলম্বোয় চলমান এই টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের খেলা ভারত ৩-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। দুবার পিছিয়ে দুবারই সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি পাকিস্তানের। যদিও আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দল দুটি।

তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ পাকিস্তান। বাংলাদেশ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে পেয়েছে ‘বি’ গ্রুপ রানার্সআপ পাকিস্তানকে।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর বিকেলে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ-পাকিস্তান। সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *