বাংলাধ্বনি নিউজ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাকে ঘিরে তাকে পদত্যাগে শিক্ষার্থীদের দাবি উঠলে সিদ্দিক জুবাইরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করা হয়।
এদিকে, দুপুরের পর থেকেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা সচিবালয়ে ঢুকে পড়েন।
তবে, সেখানে শিক্ষার্থীদের ওপর চড়াও হন পুলিশ ও সেনা সদস্যরা। শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিতে লাঠি পেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। তাতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
কা/ত/মা
১২ Responses
https://shorturl.fm/4B10F
https://shorturl.fm/g4Kh5
https://shorturl.fm/eSzWH
https://shorturl.fm/jye3a
https://shorturl.fm/Dk2xs
https://shorturl.fm/dUZzw
https://shorturl.fm/dUZzw
https://shorturl.fm/VzNLt
https://shorturl.fm/ewTno
https://shorturl.fm/jV0Ai
https://shorturl.fm/oqyGw
https://shorturl.fm/vB6VN