মঙ্গলবার, দুপুর ২:৩০
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

রাজধানীতে ৭ দলের বিক্ষোভ মিছিল আজ

রাজধানীতে জামায়াতসহ ৭টি দলের বিক্ষোভ মিছিল আজ। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে পালিত হবে এ কর্মসূচি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ হবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

৫ দফা দাবিতে গত সোমবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে সাতটি দল। এরই অংশ হিসেবে আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই কর্মসূচি পালন করবে।

জুলাই সনদ বাস্তবায়ন, সংসদ নির্বাচনে দুই কক্ষেই পিআর পদ্ধতি, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ, জুলাই হত্যার বিচার এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগের দাবি তাদের। পৃথক সংবাদ সম্মেলনে নেতারা জানান, আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথেও চলছে আলোচনা। আদর্শিক গাঁটছড়া হলে আন্দোলনে সামিল হবে তারাও।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *