বৃহস্পতিবার, রাত ৮:২৬
৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

দেড় শতাধিক স্টলে সাজছে এবারের আন্তর্জাতিক ইসলামি বইমেলা

পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ প্রাঙ্গণে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামী বইমেলা। দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সাজানো এ মেলায় থাকছে দেশীয় প্রকাশনার পাশাপাশি পাকিস্তান, মিশর ও লেবাননের স্টলও।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এ মহাযজ্ঞের।

ইতোমধ্যে মেলার সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আয়োজকরা জানিয়েছেন, এবারই সবচেয়ে বড় পরিসরে ইসলামি বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশীয় প্রকাশকদের পাশাপাশি প্রথমবারের মতো পাকিস্তান, মিশর ও লেবাননের তিনটি বিদেশি প্রতিষ্ঠানের স্টল থাকছে।

মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

মেলা বাস্তবায়ন কমিটির সদস্য ও ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক মো. রেজ্জাকুল হায়দার জানান, দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে এবারের আয়োজনে। ইসলামিক ফাউন্ডেশনের বই ৪০ থেকে ৭০ শতাংশ কমিশনে বিক্রি হবে। তবে কোনো বিতর্কিত বা বিশৃঙ্খলাসৃষ্টিকারী বই মেলায় স্থান পাবে না।

তিনি আরও বলেন, এবারের মেলাকে শুধু বই কেনাবেচার জায়গা নয়, বরং একটি সমন্বিত বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক সমাবেশস্থল হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এখানে পাঠক-লেখক-প্রকাশকের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে, সাংস্কৃতিক বিনিময় ঘটবে এবং তরুণ প্রজন্ম সঠিক ইসলামি জ্ঞানে উদ্বুদ্ধ হবে।

আয়োজকরা আশা করছেন, বৃহৎ পরিসরে সাজানো এবারের আন্তর্জাতিক ইসলামী বইমেলা পাঠক-দর্শনার্থীদের জন্য হবে এক অনন্য ও মনোরম অভিজ্ঞতা।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *