এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান ২৯ হাজার ৮৬৭ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ৬০৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৮৫৩ ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি যান ৫৪ হাজার ৫১৮ হজযাত্রী।
এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৯ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন বলে হেল্প ডেস্ক জানিয়েছে। তাদের মধ্যে ৮ পুরুষ ও একজন নারী।
গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ৩১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা।
৮ Responses
https://shorturl.fm/XIZGD
https://shorturl.fm/68Y8V
https://shorturl.fm/N6nl1
https://shorturl.fm/68Y8V
https://shorturl.fm/TbTre
https://shorturl.fm/68Y8V
https://shorturl.fm/5JO3e
https://shorturl.fm/m8ueY