বুধবার, সকাল ৯:২৬
২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

এবার শাহবাগ অবরোধ করেছেন জুলাইয়ের আহত যোদ্ধারা

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা, জুলাই সনদের বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। শনিবার মধ্যরাত থেকে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।

অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে আজ রবিবার বৌদ্ধ পূর্ণিমার ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম।

 

অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা শারীরিকভাবে অসুস্থ থাকলেও উন্নত চিকিৎসা পাচ্ছেন না। নয় মাস পার হলেও তারা এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। কেউ কেউ তাদের নাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।

 

আহত এক জুলাই যোদ্ধা বলেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে, আওয়ামী লীগ আর এই দেশে ফিরে আসতে পারবে না।’

 

আরেক আহত যোদ্ধা বলেন, ‘দুই দিন পর পর কেন রাস্তায় নামি? আসলে কি আমরা নিজেদের স্বার্থে নামি, না কি চিকিৎসা পাই না—এটাই প্রশ্ন।’

 

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *