মাকে হারানোর পর বুঝেছি, ভালোবাসারও মৃত্যু হয়: মুফতি আহসান শরিফ

|| মুফতি আহসান শরিফ || মা নেই আজ পূর্ণ এক বছর হলো। মৃত্যুর পর তাঁকে আর একবারও দেখা হয়নি। হঠাৎই গতরাতে যেন তিনি নিজেই এলেন। স্বপ্নে দেখি, আমাদের বাড়ির পুকুরে মা অজু করছেন। ঘাটের একপাশে, মুখভরা নূরের আলো। আমি তাকিয়ে আছি, তাকিয়েই থাকি। হঠাৎ মা ফিরে তাকালেন— উপরে ওঠার জন্য হাত বাড়ালেন। আমি ভালোবাসায় তাঁর […]