অনিরুদ্ধকে বিয়ে করছেন ‘ন্যাশনাল ক্রাশ’ কাব্য?

দুজনের বিয়ের গুঞ্জন অনেক দূর ডালপালা ছড়িয়েছে— সংগৃহীত ছবি দুইয়ে দুইয়ে চার হওয়া যা বাকি ছিল। সব গুবলেট করে দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। বলিউড ছাপিয়ে ভারতের ক্রিকেটপাড়ায় গুঞ্জন ওঠে—চুটিয়ে প্রেম করছেন কাব্য মারান ও অনিরুদ্ধ। দুজনকে একসঙ্গে কখনও ডিনারে, কখনও মাঠের বাইরে বা বিদেশে দেখা গেছে বলেও সংবাদ হয়েছে। সবশেষ খবর—দ্রুতই বিয়ে করতে যাচ্ছে দুজন! […]