মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম, পাকিস্তানের শীর্ষ ও আলোচিত রাজনীতিবিদ, বিরোধী দলীয় নেতা, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি ঢাকা ও সিলেটসহ কয়েকটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকসহ জমিয়ত নেতৃবৃন্দ।
৭ দিনের সফরে পাকিস্তানের আলোচিত এই রাজনীতিবিদ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে বাংলাধ্বনিকে জানিয়েছেন জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।
কর্মসূচি অনুযায়ী, (১৩ নভেম্বর) বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফিদায়ে মিল্লাত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা ফজলুর রহমান। পরদিন, (১৪ নভেম্বর) শুক্রবার জুমার নামাজের ইমামতি করবেন রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদরাসার জামে মসজিদে। ১৫ নভেম্বর শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
এছাড়া ১৬ নভেম্বর মুন্সিগঞ্জ সিরাজদিখান মধুপুর মাদরাসায় প্রোগ্রামে যোগদান করবেন। ১৭ নভেম্বর সিলেট আলিয়া মাঠ ময়দানে আয়োজিত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ১৮ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হারমনি মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।
কা/ত/মা