সোমবার, রাত ১:৩৩
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি,

চানখারপুল হত্যাকাণ্ড: আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ

৫ আগস্ট চানখারপুলে ৬ জন হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্যগ্রহণে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হবে। এর আগে, আসিফ মাহমুদ এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন।

সেখানে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। তবে পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়।

জবানবন্দিতে আসিফ মাহমুদ আরও বলেন, ১৯ জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ফোন ট্র্যাক করে ডিজিএফআই সদস্যরা তাকে তুলে নেয়। চোখ বাঁধা থাকায় ৫ দিন গুম থাকলেও জানতেন না কোথায় রাখা হয়েছিল। তবে ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনের সময় সেখানেই গুম থাকা ঘরের শনাক্ত করতে পারেন বলে জানান তিনি।

অপরদিকে, ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ হবে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *