নেত্রকোণায় হেফাজত ইসলাম বাংলাদেশের জেলা কাউন্সিলে হট্টগোল ও হাতাহাতির কারণে কাউন্সিল স্থগিত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। শনিবার (৪ অক্টোবর) বিকেলে নেত্রকোণা জেলা পাবলিক হলে এ কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়।
শনিবার দুপুর দুইটা থেকে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতা-কর্মী ছাড়াও নেত্রকোণার বিশিষ্ট আলেমেদ্বীনরা বক্তব্য রাখেন সেখানে। পরে জেলা কাউন্সিলের প্রস্তুতির সময় হাত তুলে সমর্থন প্রক্রিয়ায় কমিটি গঠনের সিদ্ধান্ত হলে, শুরু হয় মঞ্চের উপরে ও নিচে হট্টগোল ও হাতাহাতি। এ সময় কোনো পক্ষকে সামাল দিতে না পেরে নেত্রকোণা জেলা কাউন্সিল স্থগিত করে কেন্দ্রীয় কমিটির নেতারা।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, যুগ্ম মহাসচিব মাও. আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাও. আতা উল্লাহ আমিন সহ অন্যরা। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাও. জুনাঈদ আল হাবিব। তবে কাউন্সিলে হট্টগোল এর কথা শুনে তিনি সেখানে উপস্থিত হননি।
কাউন্সিলে নেত্রকোণা জেলার দশ উপজেলার বিভিন্ন ইউনিটের কমিটির সভাপতি সম্পাদক ছাড়াও সাধারণ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
কা/ত/মা