সোমবার, দুপুর ১:২২
১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ টিএসসিতে দেখাবে ছাত্রদল

গ্রুপপর্বের সমীকরণ পেরিয়ে এশিয়া কাপে চলছে সুপার ফোরের হাড্ডাহাড্ডি লড়াই। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এই পর্ব শুরু করেছে বাংলাদেশ। সুপার ফোরে এখনো দুটি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে ভারতের বিরুদ্ধে, আর ২৫ সেপ্টেম্বর খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। এই দুটি ম্যাচ বড় পর্দায় দেখা যাবে টিএসসিতে।

বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-পাকিস্তানের দুইটি ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় দেখানো হবে। এই আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারি হামিম সোমবার রাতে নিজের ফেসবুক পেইজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

আগামীকাল ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন ২৫ সেপ্টেম্বর একই সময় পাকিস্তানকে মোকাবেলা করবে টাইগাররা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

এর আগে বাংলাদেশ একটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। ভারত হারিয়েছে পাকিস্তানকে। তবে পাকিস্তান ও শ্রীলঙ্কা এখনো জয় পায়নি। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। দুইয়ে বাংলাদেশ।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *