এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারসাজি করে ছাত্রশিবিরকে বিজয়ী করতে প্রশাসন চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মুরাদ চত্বরে এক সংবাদ সম্মেলনে এ প্যানেলের এজিএস প্রার্থী নূর-এ-তামীম স্রোত এ অভিযোগ করেন।
নূর-এ-তামীম স্রোত বলেন, কোন হলে ঠিক কতগুলো ভোট কাস্ট হয়েছে এবং কতগুলো ভোট গণনা হবে, তা জানা যাবে না। অনার্সের ভোটার লিস্টে কারও ছবি নেই। ছবি ছাড়াই ভোট নেয়া হচ্ছে। হাতে যে দাগ দেয়ার কথা, সে দাগও তারা দিচ্ছেন না। কেউ যদি অন্য কারও কার্ড নিয়ে ভোট দিতে চায়, তাও তিনি পারবেন।
তাজউদ্দিন হলে তিনবার ভোট বন্ধ হয়েছে উল্লেখ করে তিনি বললেন, ভোট যে সুষ্ঠু হচ্ছে না এটা প্রমাণিত।
প্যানেলটির অভিযোগ, প্রায় প্রতিটি হলেই ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার কর্মীরা নিজ প্রার্থীদের নাম সম্বলিত চিরকুট বিলি করেছেন। যার তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
এদিকে, ছাত্রদলও এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। বিকেল পৌনে ৪টার দিকে এই অভিযোগ এনে তারা নির্বাচন বর্জন করেছে।
কা/ত/মা