কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আবারও বাংলাদেশি ৩০ জন জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন ‘আরাকান আর্মি’র সদস্যরা অন্তত ৫টি ট্রলারসহ প্রায় ৩০ জন জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, ঘটনার সময় ২০-৩০টি মাছধরা ট্রলার ওই এলাকায় অবস্থান করছিল। অপহৃত ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার এবং দুইটির মালিক শাহপরীরদ্বীপের বাসিন্দা।
তিনি বলেন, “দুইটি স্পিডবোটে করে আসা আরাকান আর্মির সদস্যরা জেলেদের অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। বর্তমানে পাঁচটি ট্রলারসহ প্রায় ৩০ জন জেলে নিখোঁজ রয়েছেন।”
ঘটনার পরপরই বিষয়টি বিজিবি, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে অপহৃতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান, “ঘটনার সত্যতা যাচাই ও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।”
এর আগে আগস্ট মাসেই আরাকান আর্মির হাতে ১৩টি ট্রলারের ৮১ জন জেলে অপহৃত হন, যাদের অনেকেই এখনও নিখোঁজ। চলতি বছরের ডিসেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও সাগর থেকে মোট ৩২৫ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এরমধ্যে বিজিবি ও প্রশাসনের প্রচেষ্টায় ১৮৯ জন জেলে ও ২৭টি ট্রলার উদ্ধার করা সম্ভব হয়েছে।
নতুন করে অপহরণের ঘটনায় উপকূলীয় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপহৃতদের উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
কা/ত/মা