শনিবার, সন্ধ্যা ৭:২৭
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

আগের রাতে আচরণবিধি লঙ্ঘন, কমিশন কার্যালয়ে প্রবেশ বিএনপিপন্থি নেতাদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আগের রাতে আচরণবিধি লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপিপন্থি অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কমিশন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা এবং কমিশন কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান।

ভিডিওতে দেখা যায়, ওই সময় কক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুর রব এবং বিএনপিপন্থি শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিন।

উপস্থিত কয়েকজন প্রার্থী তাৎক্ষণিকভাবে এই ঘটনায় আপত্তি জানান।

এক প্রার্থী প্রশ্ন করেন, স্যার, এরা এখানে কী করছেন? ভোট কি রাতে হচ্ছে নাকি?

জবাবে অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমি তো জানি না। এরপর বহিরাগত দুজন উপ-উপাচার্যের সঙ্গে কক্ষ ত্যাগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সোহেল আহমেদ জানান, কয়েকটি অভিযোগ নিয়ে অনেকে আমাদের এখানে এসেছিলেন। আমরা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশনা জারি করে জানিয়েছিল, ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে কোনো বহিরাগত, সাবেক শিক্ষার্থী বা অতিথি অবস্থান করতে পারবেন না।

একই রাতে আরও একটি ঘটনার অভিযোগ উঠেছে। ছাত্রদলের দুই নেতা জহির উদ্দিন মুহাম্মদ বাবর (রসায়ন বিভাগ, ৩৯তম আবর্তন) ও মশিউর রহমান রোজেন (অর্থনীতি বিভাগ, ৪০তম আবর্তন) আচরণবিধি লঙ্ঘন করে কমিশন কার্যালয়ে প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, তাদের ছবি তুলতে গেলে দৈনিক যায়যায়দিনের সাংবাদিক ওসমান সরদারের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এ ঘটনায় ওই সাংবাদিক শঙ্কা প্রকাশ করেছেন।

জাকসু নির্বাচন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। জাবি কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাকসু নির্বাচনে ২৫ পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *