চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাউসার মোহাম্মদ হোসেনকে অপসারণ করা হয়েছে। দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের আন্দোলন ও বিক্ষোভের মুখে রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কথিত জুলুসযাত্রীদের হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ডের ঘটনায় মাদ্রাসা ছাত্রদের ওপর নৃশংস হামলা হয়। এতে ছাত্ররা পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে আন্দোলনে নামে এবং ওসি অপসারণের দাবি জানায়।
অবশেষে তাদের দাবির মুখে চট্টগ্রাম রেঞ্জ কর্তৃপক্ষ ওসি আবু কাউসারকে প্রত্যাহার করে।
কা/ত/মা