ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার পুরো দিন বন্ধ থাকবে টিএসসি মেট্রো স্টেশন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
ফারুক আহমেদ জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোরেল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্টেশনটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এ আহ্বানে সাড়া দিয়ে সিদ্ধান্ত হয় সোমবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং মঙ্গলবার পুরো দিন সম্পূর্ণ বন্ধ থাকবে টিএসসি মেট্রো স্টেশন।
পরদিন ১০ সেপ্টেম্বর বুধবার থেকে আগের নিয়মেই চলাচল করবে মেট্রোরেল বলেও জানান তিনি।
আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কা/ত/মা