১২ই রবিউল আউয়াল উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ সালামবাগ ক্যাম্পাস শাখার উদ্যোগে “সীরাত ও রাষ্ট্রচিন্তা বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
আলোচকরা রাসূলুল্লাহ-এর জীবনাদর্শ ও রাষ্ট্র গঠনে তাঁর দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন। প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমীসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান বক্তা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, “১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে ছাত্র জমিয়ত নির্মল রাজনীতির ধারক-বাহক হিসেবে কাজ করছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুরা থানা ছাত্র জমিয়তের সভাপতি ইমাদুদ্দিন হামদুল্লাহ এবং সঞ্চালনা করেন ক্যাম্পাস সভাপতি বেলায়েত হুসাইন ও সেক্রেটারি মাহদী হাসান।
কা/ত/মা