চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
রবিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “হাটহাজারী মাদ্রাসা শুধু চট্টগ্রাম নয়, সমগ্র বাংলাদেশের ইসলামী শিক্ষা, ঐতিহ্য ও আন্দোলনের অগ্রণী কেন্দ্র। এমন একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় শতাধিক ছাত্র আহত হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
নেতৃদ্বয় অভিযোগ করেন, হামলাকারীদের সুস্পষ্ট রাজনৈতিক পরিচয় রয়েছে এবং তাদের কার্যকলাপ ছিল পরিকল্পিত উস্কানি। তারা আরও বলেন, “মসজিদ-মাদ্রাসা ও দ্বীনি প্রতিষ্ঠানসমূহে আঘাত করা মানে দেশের মুসলমানদের ঈমানি আবেগকে আহত করা। এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং জাতির আত্মপরিচয়ের ওপর আঘাত।”
বিবৃতিতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে হামলাকারী ও উস্কানিদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানানো হয়।
খেলাফত মজলিসের শীর্ষ নেতারা আহত ছাত্রদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান জানাতে ও শান্তি-সৌহার্দ্য রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিবৃতির শেষে তারা বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—হাটহাজারী মাদ্রাসার ঐতিহ্য ও ত্যাগ কখনো ব্যর্থ হবে না। হামলাকারীরা যেখান থেকেই আসুক না কেন, তারা যেন সঠিক পথে ফিরে আসে—সেটিই হবে জাতির জন্য কল্যাণকর।”
কা/ত/মা