শুক্রবার, বিকাল ৪:০১
৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

হাটহাজারী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

১২ই রবিউল আউয়াল জশনে জুলুশের নামে মিছিল চলাকালে হাটহাজারী মাদ্রাসার সামনে গান-বাজনা, মিডিল ফিঙ্গার প্রদর্শন, ছবি পোস্টসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার পর মাদ্রাসায় হামলা চালিয়ে অসংখ্য ছাত্রকে আহত করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা হেফাজতে ইসলাম ও কওমী ছাত্র ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের অবমাননাকারী ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রহমান নাঈমীর শাস্তি দাবি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের আমীর মুফতি মুবারক উল্লাহ দা. বা. বলেন, “আজ রাত ৮টার মধ্যে আমাদের পূর্ব ঘোষিত ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হবে। এর মধ্যেই যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয়, আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।”

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *