রাজধানীর মাদরাসাতুস সুফ্ফাহ ঢাকা-য় উলামা-মাশায়েখ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও উদীয়মান তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত মাহফিল। অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে আয়োজন করা হয় এ মাহফিল।
প্রতিষ্ঠানটির দায়িত্বশীল ও আয়োজক কমিটির সদস্য মাওলানা কামরুজ্জামান খলিল বাংলাধ্বনিকে জানান, নিরলস পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় মাহফিল সফল ও অর্থবহ হয়ে উঠেছে। এতে প্রথমবারের মতো সুফ্ফা প্রাঙ্গণে সমবেত হন বিভিন্ন স্তরের আলেমে-দ্বীন ও সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ।
মাহফিলে বক্তব্য রাখেন, মাদরাসা আবু হুরায়রা (রা.) এর প্রিন্সিপাল মুফতি জুনায়েদ আহমাদ হাফিজাহুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক জনাব মনির হোসেন, বিশিষ্ট রাজনৈতিক নেতা জনাব সাইফুল ইসলাম সুরুজ, অভিভাবক প্রতিনিধি জনাব হাবিবুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সুফ্ফার চিফ অ্যাডভাইজার বরেণ্য আলেম মুফতি অলিউর রহমান নোমান হাফিজাহুল্লাহ।
পরিশেষে নসীহত ও দোয়া পরিচালনা করেন চালাবন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও গাওয়াইর জামেয়া ইসলামীয়ার মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহিদ হাফিজাহুল্লাহ।
কা/ত/মা