শুক্রবার, রাত ১০:৫০
৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

হাটহাজারী মাদ্রাসায় হামলা: শীর্ষ আলেম শাহ সালাউদ্দিন নানপুরীর তীব্র নিন্দা

চট্টগ্রাম ব্যুরো:

উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেম দ্বীন আল্লামা শাহ সালাউদ্দিন পীর সাহেব নানপুরী। তিনি এই হামলাকে “ন্যাক্কারজনক ও বর্বর” আখ্যা দিয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “তালিবুল ইলমদের ওপর এমন আক্রমণ শুধু ছাত্রদের ওপর হামলা নয়, বরং দ্বীন ও ইসলামের ওপর আঘাত।” তিনি হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

নানুপুরের এই পীর আহত শিক্ষার্থীদের দ্রুত ও সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।”

উল্লেখ্য, সম্প্রতি হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ও মাদ্রাসা কর্তৃপক্ষ তৎপর রয়েছে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *