রবিবার, রাত ৪:০৭
১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

‘ছোট পরিসরেই সব হয়েছে, সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জানাবো’

জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান নতুন রহস্যময় এক ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শনিবার তিনি লিখেছেন,

“আলহামদুলিল্লাহ, একেবারে ছোট পরিসরেই সব হয়েছে।”

তার এই পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। অনেকেই ধরে নিচ্ছেন, এটি হয়তো তাঁর বিয়ে সম্পর্কিত ইঙ্গিত। কারণ, তাসরিফ খান আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ে নিয়ে নানা ধরনের মজার ও ফানি পোস্ট দিয়েছেন।

তবে এবারের বার্তায় ভক্তরা আগের মতো হালকাভাবে নিচ্ছেন না। অনেকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন, আবার কেউ অপেক্ষায় আছেন সন্ধ্যার ঘোষণার জন্য।

এ প্রসঙ্গে তাসরিফ আরও জানান, “আনুষ্ঠানিক ঘোষণা সন্ধ্যায় দেব।”

উল্লেখ্য, তাসরিফ খান মূলত ব্যান্ড ‘কুঁড়েঘর’–এর প্রধান ভোকালিস্ট হিসেবে পরিচিত। তাঁর কণ্ঠে ‘বেলা শেষে’, ‘অভিমান’, ‘জানি না’সহ একাধিক জনপ্রিয় গান রয়েছে। গান ছাড়াও তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয়, যেখানে তাঁর বিপুলসংখ্যক তরুণ ভক্ত অনুসরণ করে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *