শনিবার, বিকাল ৫:৩৯
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

গাজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে মোহাম্মদপুরে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল

শুক্রবার ৫ সেপ্টেম্বর, মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে গাজায় মুসলিম গণহত্যা ও অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী বলেন, “ফিলিস্তিন ও আরাকানসহ সারা বিশ্বের মুসলিম গণহত্যার পিছনে জাতিসংঘের হাত রয়েছে। বিশ্বময় মুসলিম গণহত্যা বন্ধ না হলে আমাদের দেশে জাতিসংঘের কোনো কার্যক্রমকে অনুমোদন দেওয়া হবে না।”

সমাবেশের অন্যান্য বক্তারা ছিলেন প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান সায়েম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, এবং ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মো. সাখাওয়াত হোসেন।

এ ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন যুব মজলিস ও ছাত্র মজলিসের ঢাকা মহানগরের বিভিন্ন শাখার দায়িত্বশীল সদস্যরা, যেমন বাইতুল মাল সম্পাদক মোঃ বেলাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সামিউল্লাহ শ্যামল, প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক মাওলানা শাহীমুল ইসলাম, এবং মজলিসে আমেলার মাওলানা ইলিয়াস আল জিহাদি।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *